বাসস ক্রীড়া-১২ : টানা দ্বিতীয় হার বাংলাদেশের

314

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-টি-২০ বিশ্বকাপ
টানা দ্বিতীয় হার বাংলাদেশের
গ্রস আইলেট, ১২ নভেম্বর ২০১৮ (বাসস) : টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের স্বাদ নিলো বাংলাদেশ নারী দল। গতরাতে নিজেদের দ্বিতীয় ও টুর্নামেন্টের সপ্তম ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬০ রানে হেরেছিলো সালমার দল।
সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। ব্যাট হাতে এ ম্যাচেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান যোগ করেন তারা। তিনজন ব্যাটসম্যান দু’অংকে পা দিতে পারেন। ওপেনার আয়শা রহমান ৫২ বলে ৩৯, জাহানারা আলম ৭ বলে ১২ ও রুমানা আহমেদ ১১ বলে ১০ রান করে আউট হন। ইংল্যান্ডের কৃষ্টি গর্ডন ১৬ রানে ৩ উইকেট শিকার করেন।
এরপর বৃষ্টি নামলে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে সমীকরণ দাঁড়ায় ১৬ ওভারে ৬৪ রান। কিন্তু এ্যামি জোন্সের অপরাজিত ২৮ ও নাটালি চিভারের ২৩ রানে ভর করে তিন উইকেট হারিয়ে মাত্র ৯.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।। বাংলাদেশের সালমা খাতুন ২টি ও খাদিজা তুল কুবরা ১টি উইকেট নেন।
বাসস/এএসজি/এএমটি/১৯০৫/মোজা/স্বব