সৌদি আরবে নিহত বাংলাদেশী কর্মীর লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ

674

ঢাকা, ৮ জানুয়ারি, ২০১৮ (বাসস) : সৌদি আরবে নিহত বাংলাদেশী ১০ কর্মীর লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
সৌদি আরবের জেদ্দা থেকে ৮০০ কিলোমিটার দূরে ইয়ামেন সীমান্ত এলাকার জিজান প্রদেশে গত শনিবার এক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশী কর্মী নিহত হন।
জেদ্দার বাংলাদেশ কনস্যুলার জেনারেল অফিসের মোস্তফা জামিল খান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাসসকে জানান, সৌদি সরকারের প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২০ অথবা ২১ দিনের মধ্যে নিহতদের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে।
ওয়েজ আর্নার কল্যাণ তহবিল থেকে সরকারের নিয়ম অনুযায়ী নিহত প্রত্যেক সদস্যকে দাফন কাজের জন্য ৩৫ হাজার এবং আর্থিক সহায়তা বাবদ তিন লাখ টাকা প্রদান করা হবে।
এছাড়া সৌদি আরবের সংশ্লিষ্ট কোম্পানি নিহতদের পরিবারকে বীমার টাকাসহ আর্থিক ক্ষতিপূরণ প্রদান করবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গত ৬ জানুয়ারি শনিবার সকাল ৭টায় কর্মীরা তাদের আবাসস্থল থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।