বাজিস-১৩ : নবাবগঞ্জে কৃষি উপকরণ বিতরণ

332

বাজিস-১৩
নবাবগঞ্জ-বিতরণ
নবাবগঞ্জে কৃষি উপকরণ বিতরণ
ঢাকা, ১২ নভেম্বর ২০১৮ (বাসস) : সরকারের কৃষি প্রণোদনা কর্মসূফচর আওতায় ঢাকার নবাবগঞ্জের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা সভা কক্ষে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন।
কর্মসূচীতে উপজেলার ১৪টি ইউনিয়নের ১ হাজার ৬শ’ ৮৫জন কৃষককে ২০ কেজি করে ডিএপি সার, ১০ কেজি করে এমওপি, ১ কেজি সরিষা অথবা ২ কেজি ভুট্টার বীজ, ৫ কেজি করে বোরো ধানের বীজ, ২০ গ্রাম করে বিটি বেগুনের বীজ দেয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহীদুল আমীন, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, ঢাকা জেলা জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন রুমি প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৯৫৫/মরপা