বাসস দেশ-২৩ : ২০৩০ সালের মধ্যে শিশু মৃত্যুর হার ২৫ এ নামিয়ে আনতে হবে

296

বাসস দেশ-২৩
নিউমোনিয়া-হ্রাস
২০৩০ সালের মধ্যে শিশু মৃত্যুর হার ২৫ এ নামিয়ে আনতে হবে
ঢাকা, ১২ নভেম্বর, ২০১৮ (বাসস) : রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) নিশ্চিতে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে নিউমোনিয়াজনিত শিশু মৃত্যুর হার কমাতে হবে।
আজ রাজধানীর ঢাকা শিশু হাসপাতাল এবং চাইল্ড হেল্থ রিচার্স ফাউন্ডেশনের (সিএইচআরএফ) যৌথ উদ্যোগে হাসপাতালের বিআইস্এিইচ অডিটরিয়ামে ‘বিশ্ব নিউমোনিয়া দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, অনুর্ধ ৫ বছর বয়সী শিশু মৃত্যুর হার হাজারে ২৫ এ নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে।
নিউমোনিয়া একটি রোগ যা চিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। সঠিক সময়ে সনাক্ত করা গেলে এ রোগে শিশু মৃত্যুর হার হ্রাস পাবে।
বাংলাদেশ পেডিয়েট্রিক পালমনোলজি ফোরামের প্রেসিডেন্ট অধ্যাপক মো.আবিদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেডিয়েট্রিক এসোসিয়েশন (বিপিএ) প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ কে আজাদ চৌধুরী ।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে এক র‌্যালির আয়োজন করা হয়।
বাসস/সবি/এসএস/১৯৫০/- জেজেড