বাসস ক্রীড়া-২০ : মুশফিকের বিশ্বরেকর্ড

360

বাসস ক্রীড়া-২০
ক্রিকেট-ঢাকা টেস্ট
মুশফিকের বিশ্বরেকর্ড
ঢাকা, ১২ নভেম্বর ২০১৮ (বাসস) : টেস্ট ক্রিকেটের প্রথম উইকেটরক্ষক হিসেবে দু’টি ডাবল-সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে অপরাজিত ২১৯ রান করেন মুশি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। প্রথমটি মুশফিক করেছিলেন ২০১৩ সালে গল-এ শ্রীলংকার বিপক্ষে।
বিশ্ব ক্রিকেটে মুশফিকের আগে আরও সাত উইকেটরক্ষক নিজেদের ক্যারিয়ারে ডাবল-সেঞ্চুরি করেছেন। তবে একবার করে। দু’টি ডাবল-সেঞ্চুরিতে ওই সাত উইকেটরক্ষক ব্যাটসম্যানকে ছাড়িয়ে গেলেন মুশফিক।
টেস্ট ক্যারিয়ারে উইকেটরক্ষক হিসেবে একবার করে ডাবল-সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের এন্ডি ফ্লাওয়ার, শ্রীলংকার কুমার সাঙ্গাকারা, ভারতের মহেন্দ্র সিং ধোনি, পাকিস্তানের তাসলিম আরিফ-ইমতিয়াজ আহমেদ, অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট ও শ্রীলংকার ব্রেন্ডন কুরুপ্পু।
বাসস/এএসজি/এএমটি/১৯৪০/স্বব