বাসস ক্রীড়া-১৯ : বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন মুশফিক

294

বাসস ক্রীড়া-১৯
ক্রিকেট-ঢাকা টেস্ট
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন মুশফিক
ঢাকা, ১২ নভেম্বর ২০১৮ (বাসস) : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন সেঞ্চুরির পর দ্বিতীয় দিন ডাবল-সেঞ্চুরি পূর্ণ করেন মুশি। নিজের ক্যারিয়ারে দ্বিতীয় ও বাংলাদেশের পক্ষে চতুর্থ ডাবল-সেঞ্চুরি রচিত করেন মুশফিক।
অপরাজিত ২১৯ রানের ইনিংস খেলার পথে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মুশফিক। ফলে পেছনে পড়ে গেছে সাকিব আল হাসানের রেকর্ডটি। এতোদিন বাংলাদেশের পক্ষে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাকিব। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল-সেঞ্চুরি করে ২১৭ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ২০৬ রান করেন তামিম।
বাসস/এএসজি/এএমটি/১৯২০/মোজা/স্বব