বাসস ক্রীড়া-১৬ : রিয়াল মাদ্রিদের ইনজুরি তালিকায় নাচো ও কাসেমিরো

321

বাসস ক্রীড়া-১৬
ফুটবল-মাদ্রিদ-ইনজুরি
রিয়াল মাদ্রিদের ইনজুরি তালিকায় নাচো ও কাসেমিরো
মাদ্রিদ, ১২ নভেম্বর, ২০১৮ (বাসস) : রিয়াল মাদ্রিদের ইনজুরি তালিকায় যুক্ত হয়েছেন ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ এবং কাসেমিরো। রোববার সেল্টা ভিগোর বিপক্ষে লীগ ম্যাচে তারা এই ইনজুরিতে পড়েছেন বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ম্যাচে ৪-২ গোলে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ।
এ ম্যাচে ডান পায়ের হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়েন নাচো। আর কাসেমিরোর ডান পায়ের গোড়ালী মচকে গেছে। তাদের সুস্থতায় ফেরার বিষয়ে সুনির্দিষ্ট কোন সময় নির্ধারন করেনি ক্লাব। তবে স্পেনের বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী নাচোকে অন্তত দুই মাস এবং কাসেমিরোকে অন্তত তিন সপ্তাহ সাইডলাইনে কাটাতে হবে।
আরেকজন ডিফেন্ডারকে হারানোর এই ঘটনা রিয়ালের অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির জন্য আরেকটি বিপর্যয়। কারণ ইনজুরির কারণে দলটির নির্ভরযোগ্য তারকা মার্সেলো, রাফায়েল ভারানে, দানি কারভাজাল এবং জেসুস ভালেজো এখনো দলের বাইরে রয়েছেন। তবে এপেন্ডিসাইটিসের অস্ত্রোপাচার শেষে ইসকো পরিপুর্ন ফিটনেস নিয়ে দলে ফিরছেন বলে আশা করছেন সোলারি। আগামী ২৪ নভেম্বর এইবার সফরের মাধ্যমে লড়াইয়ে ফিরবে রিয়াল।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯১৫/স্বব