বাসস দেশ-২০ : ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিএল প্রেসিডেন্টের সাক্ষাৎ

354

বাসস দেশ-২০
ঢাবি-উপাচার্য-সাক্ষাত
ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিএল প্রেসিডেন্টের সাক্ষাৎ
ঢাকা, ১২ নভেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে আজ যুক্তরাষ্ট্রের ওয়াস্ট টেকনোলজিস (ডব্লিউটিএল)’র প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট ড. মঈনুদ্দিন সরকার সাক্ষাৎ করেছেন।
এসময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম নুরুল আমিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
এছাড়া তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওয়াস্ট টেকনোলজিস, এলএলসি (ডব্লিউটিএল)-এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি সংক্রান্ত পারস্পরিক সহযোগিতামূলক কর্মকান্ড গ্রহণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
যুক্তরাষ্ট্রের ওয়াস্ট টেকনোলজিস, এলএলসি (ডব্লিউটিএল)’র প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট ড. মঈনুদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একটি পাইলট প্রকল্প গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
বাসস/সবি/এমএএস/১৯০৫/শহক