বাসস দেশ-১৯ : অধ্যাপক একেএম আবদুল মান্নান বৃত্তি পেলেন ঢাবি’র দুই শিক্ষার্থী

350

বাসস দেশ-১৯
ঢাবি-বৃত্তি
অধ্যাপক একেএম আবদুল মান্নান বৃত্তি পেলেন ঢাবি’র দুই শিক্ষার্থী
ঢাকা, ১২ নভেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদালয়ের দুইজন কৃতী শিক্ষার্থী “অধ্যাপক একেএম আবদুলমান্নান ট্রাস্ট ফান্ড” বৃত্তি লাভ করেছেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মো. আশরাফুল ইসলাম (গণিত) এবং মোস্তাফিজুর রহমান (ফলিত গণিত)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ সোমবার উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার, ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌস, প্রয়াত অধ্যাপক একেএম আবদুল মান্নানের মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার
মো: এনামউজ্জামান উপস্থিত ছিলেন।
ড. মো. আখতারুজ্জামান পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সর্বদা ভাল কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।
উল্লেখ্য, প্রয়াত অধ্যাপক একেএম আবদুল মান্নান সরকারী কলেজের গণিত বিভাগের শিক্ষক ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ থেকে ¯œাতক সম্মান ও ¯œাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ২০০৯ সালের ১০ জুলাই তিনি ঢাকায় ইন্তেকাল করেন।
বাসস/সবি/এমএএস/১৯০০/শহক