লড়াই করে অভিষেক টেস্ট হারলো আয়ারল্যান্ড

333

লন্ডন, ১৬ মে, ২০১৮ (বাসস/এএফপি) : প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট-বল হাতে দুর্দান্ত লড়াই করেও অভিষেক টেস্ট হারলো আয়ারল্যান্ড। পাকিস্তানের কাছে সিরিজের একমাত্র টেস্টটি ৫ উইকেটে ব্যবধানে হারে আইরিশরা।
ডাবলিনে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় আয়ারল্যান্ড। ব্যাট হাতে ৯ উইকেটে ৩১০ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৩০ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে আয়ারল্যান্ড।
তবে দ্বিতীয় ইনিংসের শুরুতে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়লেও ছয় নম্বরে নামা কেভিন ও’ব্রায়েনের সেঞ্চুরিতে ৩৩৯ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ১২টি চারের সহায়তায় ২১৭ বলে ১১৮ রান করেন ও’ব্রায়েন। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৫টি উইকেট নেন।
জয়ের জন্য ১৬০ রানের মামুলি টার্গেট পেয়ে মহাবিপদে পড়ে পাকিস্তানও। ১৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। তবে ইমাম-উল-হকের অনবদ্য ৭৪ ও বাবর আজমের ৫৯ রানের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
আয়ারল্যান্ড সফর শেষে এবার ইংল্যান্ডের বিপক্ষে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। লর্ডসে আগামী ২৪ মে থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। হেডিংলিতে ১ জুন থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।