বাজিস-১২ : সাতক্ষীরায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

304

বাজিস-১২
সাতক্ষীরা-বিতরণ
সাতক্ষীরায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সাতক্ষীরা, ৮ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেলার আশাশুনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সামনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রণোদনা সহায়তায় রবি-২০১৮-১৯ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ রাজিবুল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৯০ জন কৃষককে ৫ কেজি করে ধান বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। এবং ১১০ জন সরিষা চাষীকে ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
বাসস/সংবাদদাতা/২০৩৫/মরপা