চার নভেম্বর তফসিল বিষয়ে সিদ্ধান্ত : সিইসি

737

ঢাকা, ১ নভেম্বর ২০১৮ (বাসস) : আগামী চার নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
বঙ্গভবনে আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে তফসিলের তারিখ নিয়ে কোন আলোচনা হয়নি। আগামী চার নভেম্বর কমিশনের বৈঠক রয়েছে। এ বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণা সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। ওই দিনই নির্বাচনের দিন-তারিখ ঠিক করা হবে।’
চলমান রাজনৈতিক সংলাপে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনায় কোন প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘চলমান রাজনৈতিক সংলাপে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনায় কোন প্রভাব পড়বে না। ইসির সকল প্রস্তুতি রয়েছে। ইচ্ছে করলে ৭ দিনে মধ্যেই নির্বাচন করা সম্ভব।’
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। ভোটার তালিকা, ভোট কেন্দ্রসহ সার্বিক প্রস্তুতি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
অপর এক প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, ‘সংবিধানে যেভাবে বলা আছে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ইসি আশাবাদী।’
অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপি’র গঠনতন্ত্রের ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা কমিশনে পৌছেছে। এ ব্যাপারে কমিশন সভা করে সিদ্ধান্ত নেবে।
সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।