বাংলাদেশে আর রাজাকার-সমর্থিত সরকার চায় না জাসদ : ইনু

463

ঢাকা, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস) : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জাসদ সরকার-সংসদ-রাজপথে সমাজ পরিবর্তন-শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবীদের অধিকারের প্রশ্নে সোচ্চার ।
তিনি বলেন, ‘এ দলটি বাংলাদেশে আর রাজাকার-সমর্থিত সরকার চায় না, সামরিক সরকার চায় না, অস্বাভাবিক সরকার চায় না। জাসদ আজ সরকারে, সংসদে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি। জাসদ সরকার-সংসদ-রাজপথে সমাজ পরিবর্তন-শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবীদের অধিকারের প্রশ্নে সোচ্চার।’
তথ্যমন্ত্রী আজ বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত জনসভায় জাসদের লক্ষ্য বর্ণনা করতে গিয়ে আরো বলেন, ‘জাসদ চায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেশ পরিচালনা করুক, দেশ মুক্তিযুদ্ধের পথে চলুক। দেশে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক। দুর্নীতি ও বৈষম্যের অবসান ঘটুক। জাসদের পথ সুশাসন ও সমাজতন্ত্রের পথ।’
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম, মীর হোসাইন আখতার, নূরুল আখতারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
হাসানুল হক ইনু বলেন, ‘জাসদ কখনই দলের, দলের নেতাদের ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাব না করে জাতীয় স্বার্থ, দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতির নীতি-কৌশল সাজিয়েছে। রাজনীতির মাঠে ভূমিকা রেখেছে। জাসদ কখনই নিজের দলের রাজনীতি ও বক্তব্য আড়াল করেনি।’
জাসদ সভাপতি বলেন, ‘জাসদ দেশের বর্তমান পরিস্থিতিতে সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করছে। জাসদ অসাংবিধানিক অস্বাভাবিক সরকার চায় না। জাসদ যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান চায়।’
হাসানুল হক ইনু এসময় জাসদের দীর্ঘ রক্তঝরা সংগ্রামের পথে আত্মবলীদানকারী কর্নেল তাহের, মোশারফ হোসেন, কাজী আরেফ আহমেদ, সিদ্দিক মাষ্টার, ডা. মিলন, শাজাহান সিরাজ, ড. আখলাকুর রহমান, সৈয়দ জাফর সাজ্জাদ, নুরউদ্দিন জাহেদ মঞ্জু, আখতার আহমেদসহ প্রয়াত নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সভাশেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে সারাদেশ থেকে আগত দুই সহস্রাধিক নেতাকর্মীদের মশাল মিছিল শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে তোপখানা রোড ও সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে।