বাসস ক্রীড়া-১৬ : বল টেম্পারিং কেলেঙ্কারি ভুলে গেছে প্রোটিয়ারা : গিবসন

442

বাসস ক্রীড়া-১৬
গিবসন-বল টেম্পারিং
বল টেম্পারিং কেলেঙ্কারি ভুলে গেছে প্রোটিয়ারা : গিবসন
ক্যানবেরা, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস) : দক্ষিণ আফ্রিকা দলের কোচ ওটিস গিবসন বলেছেন, তিনি এবং তার দল এ বছরের প্রথম দিকে নিউল্যান্ডসে সংঘটিত ক্রিকেট বিশ্ব কাঁপানো লজ্জাজনক বল টেম্পারিং কেলেঙ্কারি ভুলে গেছে।
ক্যানবেরাতে প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে সফরকারী অস্ট্রেলিয়া দলের একমাত্র অনুশীলন ম্যাচের আগে সাংবাদিকদের এ কথা বলেন গিবসন।
গত মার্চে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট অভিযুক্ত হওয়ার পর এই প্রথমবার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
স্মিথ ও ওয়ার্নারকে এক বছর এবং ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গিবসন বলেন, ‘আমরা দীর্ঘ সময় পার করে এসেছি, এর মধ্যে আমরা অনেক ক্রিকেট খেলেছি, শ্রীলংকা সফর করেছি। বল টেম্পারিং কেলেঙ্কারি অনেক পেছনের ঘটনা। এখন থেকে অনেক মাস আগে এটা ঘটেছিল এবং অবশ্যই এমনটা হওয়া উচিত ছিলো না। ’
সফরকারী অস্ট্রেলিযার বিপক্ষে তিন ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ সিরিজ খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। রোববার পার্থ-এ অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ।
বাসস/স্বব/১৯৩০/-এএমটি