বাসস দেশ-২৫ : নভেম্বরের মাঝামাঝি রোহিঙ্গাদের ফেরত নেয়া শুরু হবে : মিন্ট থোয়ে

386

বাসস দেশ-২৫
মিয়ানমার প্রতিনিধি দল-পরিদর্শন
নভেম্বরের মাঝামাঝি রোহিঙ্গাদের ফেরত নেয়া শুরু হবে : মিন্ট থোয়ে
কক্সবাজার, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস) : চলতি সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে রোহিঙ্গাদের ফেরত নেয়া শুরু করবে মিয়ানমার। প্রথমে সনাক্তকৃত ৫ হাজার এবং পরে পর্যাক্রমে আরো রোহিঙ্গা ফেরত নেয়া হবে। মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আজ বুধবার দুপুরে ক্যাম্পের ডি-৫ ব্লকে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। তিনি মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
মিন্ট থোয়ে বলেন, ‘তারা ক্যাম্প পরিদর্শনের সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা লোকজনের কথা শুনেছেন। তারা বেশ কিছু শর্ত দিয়েছেন। মিয়ানমারে ফিরে গিয়ে তারা সরকারের উর্ধ্বতন মহলকে বিষয়টি জানাবেন।’
এরআগে মিয়ানমারের ১৬ সদস্যর প্রতিনিধি দল বুধবার সকাল ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। এসময় তারা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক পরিদর্শন এবং ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তা, আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে প্রতিনিধি দলের সদস্যরা শতাধিক রোহিঙ্গার সাথে আলাপ করেন এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া মনযোগ সহকারে শুনেন।
উল্লেখ্য,গত বছরের ২৫ আগষ্ট মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনার পর প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে দ্বিতীয় বারের মতো মিয়ানমারের উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন। রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত দু’দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক শেষে প্রতিনিধি দল রোহিঙ্গাদের সাথে কথা বলতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন- রাখাইনে নির্যাতনের ঘটনা তুলে ধরে প্রত্যাবাসনের শর্ত হিসাবে রোহিঙ্গারা বিভিন্ন দাবি দাওয়া তুলেন ধরেছেন। এসময় মিয়ানমারের প্রতিনিধিদলের নেতা মিন্ট থোয়ে তাদের দাবি দাওয়া মনোযোগ দিয়ে শুনেন এবং বিবেচনার আশ্বাস দেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে যোগ দিতে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে’র নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দলটি সোমবার ঢাকায় পৌঁছেন। প্রতিনিধি দলটি মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠকে অংশ গ্রহণ করেন। এরপর বুধবার সকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কুতুপালং পৌঁছেন।
মিয়ানমার প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: আব্দুল মান্নান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো: আবুল কালামসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,অতীতের যে কোনো সময়ের চেয়ে রোহিঙ্গা ইস্যুতে এখন অনেক বেশি চাপে আছে মিয়ানমার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৯টি সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিচার দাবি করেছে।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/১৯২৫/কেএমকে