বাসস ক্রীড়া-১৫ : শুরু হতে পারেনি চট্টগ্রাম ও সিলেটের ম্যাচ : ইনিংস ব্যবধানে জিতলো ঢাকা বিভাগ

439

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-এনসিএল
শুরু হতে পারেনি চট্টগ্রাম ও সিলেটের ম্যাচ : ইনিংস ব্যবধানে জিতলো ঢাকা বিভাগ
বগুড়া, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস) : বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় ২০তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড দ্বিতীয় স্তরের ম্যাচের তৃতীয় দিনও চট্টগ্রাম ও সিলেট বিভাগের ম্যাচটি আজও শুরুই হতে পারেনি। আরেক ম্যাচে একদিন বাকী রেখেই ঢাকা বিভাগ ইনিংস ও ১৬১ রানের ব্যবধানে হারিয়েছে ঢাকা মেট্রোকে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষেই ইনিংস ব্যবধানে হারের মুখে ছিলো ঢাকা মেট্রো। ইনিংস হার এড়াতে ৮ উইকেটে আরও ২৬৮ রান করতে হতো ঢাকা মেট্রোকে। প্রথম ইনিংসে ৩২৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫৯ রান করেছিলো ঢাকা মেট্রো।
তৃতীয় দিন ১৬৬ রানেই গুটিয়ে যায় ঢাকা মেট্রো। ওপেনার হিসেবে নেমে ৬৬ রানের ইনিংস খেলে লড়াই করার চেষ্টা করেছিলেন সাদমান ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ঢাকা বিভাগের তাইবুর রহমান ৪টি ও মোশাররফ হোসেন ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ঢাকা বিভাগের শুভাগত হোম।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
ঢাকা মেট্রো-ঢাকা বিভাগ :
ঢাকা মেট্রো : ৫৯/৮ডি ও ১৬৬, ৫৫.২ ওভার (সাদমান ৬৬, আশরাফুল ৩৪, তাইবুর ৪/৩১)।
ঢাকা বিভাগ : ৩৮৬/১০, ১১৩.২ ওভার (শুভাগত ১০৬, রনি ৮৬, সৈকত ৪/২১)।
ফল : ঢাকা বিভাগ ইনিংস ও ১৬১ রানে জয়ী।
ম্যাচ সেরা : শুভাগত হোম (ঢাকা বিভাগ)।
বাসস/এএমটি/১৯২০/-স্বব