বাসস ক্রীড়া-১৪ : কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

457

বাসস ক্রীড়া-১৪
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল
কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ
ঢাকা, ৩১ অক্টোবর, ২০১৮ (বাসস) : সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে কাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বেলা পৌঁনে ১১টায় শুরু হবে ম্যাচটি।
আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দল খুব বেশি ভােলা করতে না পারলেও সফল বয়সভিত্তিক দলগুলো। কিশোরীদের পাশাপাশি সাফল্য বয়ে আনছে কিশোর ফুটবলাররাও। তবে বিশেষ করে সাফ অঞ্চলে এই সাফল্য চোখে পড়ার মতো। মৌসুমী, মারিয়া, সানজিদারা সাফে একের পর ট্রফি জিতেছেন। সেই ধারাবাহিকতায় এবার সাফ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবলের সেমিফাইনালে উঠে কৃতিত্ব দেখিয়েছে মোস্তফা আনোয়ার পারভেজ বাবুর শিষ্যরা। প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে। গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ২-১ ব্যবধানে হারায় ১০ জনের দলে পরিণত হওয়া বাংলাদেশ।
এবার ফাইনালে ওঠার পালা। ভারতকে হারানোর পরিকল্পনা এঁকেছেন দলের কোচ পারভেজ বাবু। কাঠমুন্ডু থেকে জানান, সেমিফাইনাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ ভারত। ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ মাঠে বসে দেখেছি। ভারতের ফুটবলারদের আমরা নজরে নিয়েছি। আমরা ওদের গেম প্ল্যান দেখেছি। আমাদের যে গেম প্ল্যান সেটা সাজাব এবার। আমাদের দলে কোনো ইনজুরি নেই। প্রস্তুত আছি আমরা ভারতের সঙ্গে খেলতে। ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের গেম প্ল্যান অনুযায়ী ওদের প্রতিহত করে ফাইনালে যাওয়ার জন্য। তাছাড়া ম্যাচ টাইব্রেকারে গেলেও সেই অনুশীলনও করানো হয়েছে ছেলেদের। অধিনায়ক মেহেদী হাসান বলেন, ভারত শক্তিশালী দল, তবে আমরাও সেভাবে প্রস্তুতি নিয়েছি। মালদ্বীপ ও নেপালের সঙ্গে জিতেছি। আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। ভারতের সঙ্গে জিতে ফাইনালে যাব।
বাসস/স্বব/১৯২০/-এএমটি