বাসস দেশ-১৮ : কুষ্টিয়া সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারী নিহত

354

বাসস দেশ-১৮
বিজিবি-মাদক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারী নিহত
কুষ্টিয়া, ২৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার দৌলতপুর সীমান্তে বিজিবি ও মাদক চোরাচালানীদের মধ্যে বন্দুকযুদ্ধে হায়দুল ফরাজী (২৪) নামে এক মাদক পাচারকারী নিহত হয়েছে। বিজিবি ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে।
আজ ভোর ৪ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তবর্তী জামালপুর মাঠে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
৪৭ বিজিবি ব্যাটালিঢনের অধিনায়ক লে. কর্নেল রাশেদ খান জানান, ভোরে ১০/১৫ জনের একদল মাদক পাচারকারী ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিজিবিকে লক্ষ্য করে তারা পর পর ৩ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি চলায়। এসময় প্রায় ২০ মিনিট ধরে চলা গোলাগুলির এক পর্যায়ে এক মাদক পাচারকারী নিহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসী গিয়ে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ৮ প্যাকেট গাঁজা ও বেশ কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত মাদক পাচারকারী জামালপুর গ্রামের হাবু ফরাজীর ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাসস/সংবাদদাতা/এসই/২১০০/জেহক