ঢাকায় ডিজিটাল আর্থিক সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

569

ঢাকা, ২৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : ডিজিটাল আর্থিক সেবার নানা দিক সাংবাদিকদের অবহিত করতে আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ ক্যাপিটাল ডেভলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ) কর্মশালার আয়োজন করে।
‘ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাডভোকেসি ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়া’ বিষয়ক এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস, ইউএনসিডিএফ কান্ট্রি প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আশরাফুল আলম, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম বক্তব্য রাখেন।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইউএনসিডিএফ প্রশিক্ষক ড. ক্লিনসিক অ্যান্ড্রিউজ।তিনি তার উপস্থাপনায় ডিজিটাল আর্থিক সেবার অগ্রগতি এবং এর ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস বলেন,ডিজিটাল আর্থিক সেবার (ডিএফএস) সুবিধা-অসুবিধা দুটি দিকই আছে। তবে অসুবিধার তুলনায় সুবিধাটাই বেশি। ব্যাংকিং সুবিধা ডিজিটাল হওয়ায় আজ মুহূর্তে আমাদের অর্থনৈতিক লেনদেন সম্ভব হচ্ছে। এ সেবা গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।