সিরিয়ার রাজধানীর কাছে ইসরাইলের দু’টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

363

দামেস্ক, ৯ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : সিরিয়ার সেনাবাহিনী মঙ্গলবার রাতে জানিয়েছে, তারা দামেস্কের কাছে ইসরাইলের ছোঁড়া দু’টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা একথা জানিয়েছে।
তবে একটি পর্যবেক্ষণকারী সংস্থা এ হামলায় সরকারপন্থী নয় যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে।
সানা জানায়, সিরিয়ার ‘বিমান-বিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসলাইলের ছোঁড়া দু’টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্র দু’টি কিসওয়েহ এলাকা লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল।’
এরআগে সংস্থাটি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় উপ-শহরে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছিল।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার পরিচালক রামি আব্দেল রহমান এএফপি’কে বলেন, কিসয়েহ’র একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। গুদামটি সম্ভাবতঃ ‘হেজবুল্লাহ ও ইরানীদের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরো বলেন, এ হামলায় সরকারপন্থী কমপক্ষে নয় যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে ইরানের বিপ্লবী গার্ডের সদস্য ও ইরানপন্থী শিয়া মিলিশিয়া রয়েছে।
তবে নিরপেক্ষভাবে তার এ বক্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।