নির্বাচনী আচরণ বিধিমালা সংশোধনী অনুমোদন করেছে ইসি

724

ঢাকা, ২১ অক্টোবর, ২০১৮ (বাসস) : সংসদ নির্বাচনে প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণ বিধিমালার সংশোধনী অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ৩৭তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।
সভা শেষে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, “কমিশন সভায় মাত্র দুটি বিষয়ে সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। এতে রয়েছে জীবন্ত প্রাণীকে প্রতীক হিসেবে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। আরেকটি হলো- পোস্টারের সংজ্ঞা থেকে কাপড় বাদ দেয়া হয়েছে। অর্থাৎ নির্বাচনে কেউ কাপড়ের তৈরি পোস্টার ব্যবহার করতে পারবেন না।”
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবে। এরপর কমিশন তফসিল নিয়ে বৈঠক করবে। বৈঠকের পর তফসিলের দিন-তারিখ জানিয়ে দেয়া হবে।”
সচিব বলেন, রাষ্ট্রপতির সাক্ষাতের জন্য কমিশন সময় চেয়েছে। এখনো সময় পাওয়া যায়নি। তিনি সময় দিলে দেখা করা হবে। এরপর তফসিলের জন্য আরেকটি বৈঠক করা হবে।