মুখ গহব্বরের ক্যান্সার বিষয়ে ২ দিনব্যাপী কর্মশালা শুরু

389

ঢাকা, ২০ অক্টোবর, ২০১৮ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাক কান গলা বিভাগের হেড এন্ড নেক সার্জারি ডিভিশনের উদ্যোগে ওরাল ক্যান্সারের (মুখ গহব্বরের ক্যান্সার) উপর দুই দিনব্যাপী কর্মশালা আজ শনিবার শুরু হয়েছে। কর্মশালাটি আগামীকাল রোববার শেষ হবে।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া কর্মশালার উদ্বোধন করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএনটি বিভাগের চেয়ারম্যান বিশিষ্ট হেড-নেক সার্জন অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী।
আরও বক্তব্য রাখেন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট হেড-নেক সার্জন অধ্যাপক ডা. অনিল কে. ডি’ ক্রুজ।
এই কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩শ’ জন বিশিষ্ট হেড-নেক সার্জনসগণ অংশগ্রহণ করেন। এতে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের প্রখ্যাত হেড-নেক সার্জনসগণ লাইভ সার্জারি ডেমোনেসট্রেশন করেন।