খাসোগির মৃত্যু নিশ্চিত হওয়ায় যুক্তরাষ্ট্র ‘মর্মাহত’ : হোয়াইট হাউস

375

ওয়াশিংটন, ২০ অক্টোবর, ২০১৮ (বাসস): হোয়াইট হাউস শুক্রবার জানিয়েছে, সৌদি কনস্যুলেটের ভেতরেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার ব্যাপারে নিশ্চিত হওয়ায় যুক্তরাষ্ট্র গভীরভাবে ‘মর্মাহত’ হয়েছে। তবে এমন কর্মকান্ড ঘটানোয় তাদের ঘনিষ্ঠ মিত্র দেশটির বিরুদ্ধে আমেরিকা কোন পদক্ষেপ নেবে কিনা সে ব্যাপারে তারা কিছু উল্লেখ করেনি। খবর এএফপি’র।
সৌদি আরবের স্বীকারোক্তির প্রথম মার্কিন প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, সবেমাত্র ওয়াশিংটন ‘এ খবর জেনেছে।’
তিনি বলেন, ‘আমরা এই মর্মান্তিক ঘটনার ব্যাপারে আন্তর্জাতিক তদন্তসহ এ ব্যাপারে সার্বিক বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবো।’
তিনি আরো বলেন, ‘আমরা খাসোগির মৃত্যুর খবর শুনে মর্মাহত হয়েছি এবং তার পরিবার, বাগদত্তা ও বন্ধু-বান্ধবের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি।’