ক্ল্যাসিকোতে গোলের রেকর্ড ভাঙ্গলেন মেসি

673

বার্সেলোনা, ৭ মে ২০১৮ (বাসস) : ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথে মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। আর এই ম্যাচে লিওনেল মেসির অসাধারণ এক গোলে দ্বিতীয়ার্ধেও এগিয়ে গিয়েছিল ১০জনের বার্সা।
৫২ মিনিটে লুইস সুয়ারেজের সহযোগিতায় মেসির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। এর আগে অবশ্য সার্জি রবার্তোর লাল কার্ডে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় বার্সেলোনাকে একজন কম নিয়ে খেলতে হয়েছে। এটি ছিল গত পাঁচটি হোম ক্ল্যাসিকোতে মেসির প্রথম গোল। তবে ক্যাম্প ন্যুতে এই নিয়ে সাত গোল করলেন যা অন্য যে কোন খেলোয়াড়ের থেকে বেশি। এই গোলের মাধ্যমে তিনি বার্সার হোম গ্রাউন্ডে রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার পাকো জেনটোর ছয় গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেলেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে ক্ল্যাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬টি।