সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের মহানবমী উদযাপিত

682

ঢাকা, ১৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : রাজধানীসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে মহানবমী উদযাপিত হয়। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীরা অপশক্তি অসুর বধের দৃঢ় প্রতিজ্ঞায় মহানবমী তিথিতে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বিহিত পূজার মাধ্যমে মহানবমীর আনুষ্ঠনিকতা শুরু হয়। ভক্তরা সকাল থেকেই নগরীর পূজা-মন্ডপগুলোতে ঘুরে-ঘুরে দেবীর চরণে পুষ্পাঞ্জলী অর্পণ ও পূজা-অর্চণা করেন।
উল্লেখ্য, গত সোমবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়। পরের দিন মঙ্গলবার সকালে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্যদিয়ে উদযাপিত হয় মহাসপ্তমী পূজা, যা দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। গতকাল বুধবার কুমারী পূজার পর হয় মহাঅষ্টমীর সন্ধিপূজা।
আগামীকাল শুক্রবার সকালে দর্পণ-বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসব শেষ হবে।