বাসস দেশ-২৭ : শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ : ১১ নভেম্বর ভর্তি শুরু

617

বাসস দেশ-২৭
শাবি-ভর্তি
শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ : ১১ নভেম্বর ভর্তি শুরু
সিলেট, ১৭ অক্টোবর, ২০১৮ (বাসস) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৫০ ভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
আগামী ১১ নভেম্বর থেকে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে (এ ও বি ইউনিট) ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. শামসুল হক প্রধান বাসসকে জানান।
মোবাইল ফোন থেকে ১৬২৪২ নম্বরে এসএমএস (SUST<space>STATUS<space>user id/admission roll) পাঠিয়ে ফলাফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission থেকে ভর্তি সংক্রান্ত তথ্য জানা যাবে বলেও তিনি জানান।
তিনি জানান, এ বছর ২৮টি বিভাগে মোট ১৭০৩টি আসনের বিপরীতে ৭৬ হাজার ১৮০জন শিক্ষার্থী আবেদন করে। উভয় ইউনিটে অংশ নেয় ৬০ হাজার ৭৭ জন।
‘এ’ ইউনিটে ৬১৩ আসনের বিপরীতে ২৩৪১৪ জন এবং ‘বি’ ইউনিটে ১০৫৪ আসনের বিপরীতে ৩৬,৬৬৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ‘এ’ ইউনিটে ৮,২৩২জন এবং ‘বি’ ইউনিটে ২১ হাজার ৮১৩জন উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৫০ শতাংশ।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/২১৩৭/-এইচএন