বাসস বিদেশ-২ : গাজা থেকে ইসরাইলে রকেট হামলা : ইসরাইলি সেনাবাহিনী

306

বাসস বিদেশ-২
ইসরাইল-ফিলিস্তিন
গাজা থেকে ইসরাইলে রকেট হামলা
জেরুজালেম, ১৭ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক): গাজা উপত্যকা থেকে বুধবার ভোরে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় একটি নগরী লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এতে নগরীটি ক্ষতি হয়েছে। ইসরাইলি সেনা ও পুলিশ বাহিনী একথা জানায়। খবর এএফপি’র।
ইসরাইলের অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখন্ড থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি হচ্ছে প্রথম রকেট হামলার ঘটনা। এরফলে ইসরাইল ও ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপের মধ্যে নতুন করে আরো উত্তেজনার সৃষ্টি হলো।
টুইটার বার্তায় ইসরাইলি সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় ভোর চারটায় গাজা ভূখন্ড থেকে ইসরাইলের বি’য়ার শেভা নগরী লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।
এতে আরো বলা হয়, ‘আমরা ইসরাইলি নাগরিকদের রক্ষা করবো। ইসরাইলি সামরিক বাহিনী এ হামলার সমুচিত জবাব দেবে।’
ইসরাইলি পুলিশ জানায়, ‘মাত্র কিছুক্ষণ আগে বি’য়ার শেভা নগরীতে রকেট হামলা চালানো হয়েছে। এতে নগরীটির ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে তারা কিছু জানায়নি।’
আরেকটি রকেট সাগরে গিয়ে পড়ে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে।
বাসস/এমএজেড/১১৩৫/এমএবি