জয়পুরহাটে শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে কর্মসূচি গ্রহণ

412

জয়পুরহাট, ১৭ অক্টোবর, ২০১৮ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার জেলা শিশু একাডেমি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা। আবৃত্তি প্রতিযোগিতায় রয়েছে ক বিভাগে (১ম-৩য় শ্রেণী) কবি জসীম মেহবুবের লেখা কবিতা ’রাসেল তুমি নাই’ খ বিভাগে (৪র্থ-৬ষ্ঠ শ্রেণী) কবি বেবী মওদুদের লেখা কবিতা ’রক্ত গোলাপ রাসেল’ ও গ বিভাগে (৭ম-১০ম শ্রেণী) কবি ফারুক নওয়াজের লেখা কবিতা ’রাসেল সোনা ভাই আমাদের’।
এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতায় রয়েছে ক বিভাগে ১ম-৩য় শ্রেণীর শিশুদের জন্য উন্মুক্ত (প্যাস্টেল রং), খ বিভাগে ৪র্থ-৬ষ্ঠ শ্রেণীর শিশুদের জন্য শেখ রাসেলের জন্মদিন (জলরং/ প্যাস্টেল রং) এবং গ বিভাগে ৭ম-১০ম শ্রেণীর শিশুদের জন্য রয়েছে আমার ভাবনায় শেখ রাসেল (জলরং/ প্যাস্টেল রং)।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেলও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে শাহাদৎবরণ করেন। শেখ রাসেলকে স্মরণ করতে ৫৪তম জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করেছে শিশু একাডেমি বলে জানান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস।