বাসস ক্রীড়া-১৫ : জাতীয় ক্রিকেট লীগে খুলনা বিভাগের সংগ্রহ ৭ উইকেটে ২৭২ রান

313

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-এনসিএল-খুলনা
জাতীয় ক্রিকেট লীগে খুলনা বিভাগের সংগ্রহ ৭ উইকেটে ২৭২ রান
ঢাকা, ১৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : জাতীয় ক্রিকেট লীগে ১ম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক খুলনা বিভাগ। আজ শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে অনুষ্ঠিত চার দিনের ম্যাচের প্রথম স্তরের তৃতীয় রাউন্ডের ম্যাচে দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান করতে সক্ষম হয়েছে স্বাগতিক দল।
টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া খুলনা শুরুতেই ওপেনার রবিউল ইসলামকে (১২) হারিয়ে বিপর্যয়ে পড়ে। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য সরকার (৭৬) ও আনামুল হক (৫৬) জুটিবদ্ধভাবে ১১১ রান সংগ্রহের মাধ্যমে দলকে সম্মানজনক অবস্থানে ফিরিয়ে আনে। এরপর মেহেদি হাসান (৩৭) ও আফিফ হোসেন (১৫) ভাল একটি সুচনা পাওয়া সত্ত্বেও দলকে বড় সংগ্রহে পৌছে দিতে পারেননি। রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে শেষ পর্যন্ত স্বল্প সংগ্রহ নিয়েই দিন শেষ করতে হয় খুলনাকে।
জিয়াউর রহমান ৩৩ ও আবদুর রাজ্জাক শুন্য রানে অপরাজিত রয়েছেন। রংপুরের হয়ে সাজেদুল ইসলাম ৫৭ রান দিয়ে তুলে নিয়েছেন চারটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা বিভাগ ১ম ইনিংস- ২৭২/৭, সৌম্য ৭৬, আনামুল ৫৬, মেহেদি ৩৭, জিয়াউর ৩৩*, সাজেদুল ৪/৫৭।
বাসস/এমএইচসি/২০১৫/স্বব