বাসস দেশ-১৯ : রাজধানীতে আন্তর্জাতিক চোরাকারবারী দলের তিন সদস্য গ্রেফতার ॥ ছয় কেজি স্বর্ণ জব্দ

661

বাসস দেশ-১৯
স্বর্ণ উদ্ধার-গ্রেফতার
রাজধানীতে আন্তর্জাতিক চোরাকারবারী দলের তিন সদস্য গ্রেফতার ॥ ছয় কেজি স্বর্ণ জব্দ
ঢাকা, ১২ অক্টোবর, ২০১৮ (বাসস) : রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে আজ ছয় কেজি স্বর্ণসহ আন্তর্জাতিক চোরাচালানকারী দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. মিজানুর রহমান (৩০), মজিদুল ইসলাম (৫০) ও মো. রিয়াজুল ইসলাম (৩৫)। এসময় তাদের কাছ থেকে চোরাচালানের ৬০ টি স্বর্ণের বার (ওজন ৬ কেজি) ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোররাতে উত্তরা র‌্যাব-১ এর একটি দল রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তারা একে অন্যের সহযোগিতায় ৫/৬ মাস যাবৎ স্বর্ণ চোরাচালানের সাথে সক্রিয়ভাবে জড়িত। তারা রাজধানী থেকে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল, যশোর ও দেশের বিভিন্ন এলাকায় স্বর্ণ চোরাকারবারিদের কাছে পৌঁছে দিত।
বাসস/সবি/এমএমবি/২০৩৫/জেহক