সৈয়দপুর বিমানবন্দরকে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে : বিমান ও পর্যটন মন্ত্রী

368

সৈয়দপুর, ১০ অক্টোবর, ২০১৮ (বাসস) : সৈয়দপুর বিমানবন্দরকে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।
আজ বুধবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শাহজাহান কামাল বলেন, সৈয়দপুর বিমানবন্দর একদিকে যেমন উত্তরাঞ্চলের এভিয়েশন হাব অন্যদিকে আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল ও ভুটানের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটন সম্প্রসারণে এ বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণ ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে আবারও সবার কাছে নৌকায় ভোট দিতে হবে।
এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও নীলফামারী জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।