এমসিসি: ঢাকাকে ৪ রানে হারালো রাজশাহী

328

কক্সবাজার, ৩ মে, ২০১৮ (বাসস) : সাবেক খেলোয়াড়দের নিয়ে চলমান মাস্টার্স ক্রিকেট কার্নিভালে (এমসিসি) আজ দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স। খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন দলটি ৪ রানে হারিয়েছে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বেক্সিমকো ঢাকা মাস্টার্সকে।
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা।
প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় রাজশাহী। তবে ওয়াসেল উদ্দিন আহমেদ ও খালেদ মাসুদ পাইলট উভয়ের ২৮ করে রানের পর আনিসুর রহমানের ২৫ রানের সুবাদে নির্ধারিত ১০০ বলে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে দলটি। সজল চৌধুরি ২৩ রানে ৩ উইকেট শিকার করেন।
জয়ের জন্য ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ১০০ বলে ৯ উইকেটে ১১০ রান করতে সক্ষম হয় ঢাকা। দলের পক্ষে সজল চৌধুরী সর্বোচ্চ ২৩ রান করেন। এছাড়া রাশিদুল হক সুমন ২০ ও ফয়সাল হোসেন ডিকেন্স করেন ১৫ রান। রাজশাহীর পক্ষে মুশফিকুর রহমান ২০ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন।
ম্যাচ সেরা হয়েছেন রাজশাহীর ওয়াসেল উদ্দিন আহমেদ।