বাসস বিদেশ-২ : কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর জাপান ও ইন্দোনেশিয়া সফর শুরু

349

বাসস বিদেশ-২
কম্বোডিয়া-জাপান-ইন্দোনেশিয়া
কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর জাপান ও ইন্দোনেশিয়া সফর শুরু
নমপেন, ৬ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : কম্বোডিয়ার প্রধানমন্ত্রী স্যামদেচ তেচো হুনসেন জাপান ও ইন্দোনেশিয়া সফর শুরু করেছেন। শনিবার সকালে তিনি এই দুই দেশ সফর শুরু করেন। দেশটির সিনিয়র এক কর্মকর্তা একথা জানান। খবর সিনহুয়ার।
প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কিত মন্ত্রী স্রাই থামারং বলেন, হুনসেন চারদিনের সফরের প্রথম ধাপে শনিবার সন্ধ্যায় প্রথমে টোকিও যাবেন। সেখানে তিনি ১০ম মেকং-জাপান সম্মেলনে যোগ দেয়া শেষে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা করবেন।
আগামী ১০ অক্টোবর হুনসেন ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে টোকিও ত্যাগ করবেন। সেখানে তিনি ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর অন্যান্য নেতা সংগঠনটির উচ্চ পর্যায়ের এক বৈঠকে যোগ দেবেন। আগামী ১২ থেকে ১৪ অক্টোবর অনুষ্ঠেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের (ডব্লিউবি) বার্ষিক সম্মেলনের প্রাক্কালে ১১ অক্টোবর এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
থামারং বলেন, ‘আসিয়ানের নেতারা একযোগে এ ব্লকের সম্ভাবনা সূচক ও ভবিষ্যৎ ধারণা তুলে ধরবেন।’
তিনি আরো বলেন, আসিয়ানের নেতারা ১২ অক্টোবর সকালে আইএমএফ-ডব্লিউবি’র বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
বাসস/এমএজেড/১০৩৫/-জুনা