লিবিয়ায় নির্বাচন কমিশন সদরদপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ১৫, আহত ২১

335

ত্রিপোলি, ৩ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : লিবিয়ায় নির্বাচন কমিশনের সদরদপ্তরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের এক আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।
হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
লিবিয়ার সরকারি ত্রিপোলি ফিল্ড হাসপাতালের কর্মকর্তা আব্দাদায়েম আল-রবতি এ প্রাণহানির সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে বলেন, এ ভয়াবহ হামলায় নির্বাচন কমিশনের নয়জন কর্মী, নিরাপত্তা বাহিনীর চার সদস্য ও দুই সন্ত্রাসী নিহত এবং আরো ২১ জন আহত হয়েছে।
সন্ত্রাসীরা বুধবার নির্বাচন কমিশন ভবনের প্রধান গেটে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ঘিরে ফেললে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।
নির্বাচন কমিশনের উপ-প্রধান আবদাল হাকিম বেলখাইর বলেন, এটা স্পষ্ট যে লিবিয়ার আসন্ন নির্বাচন যেকোন উপায়ে বাধাগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে।
জাতিসংঘ সমর্থিত লিবীয় সরকার নিহতদের জন্য তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।