ইরান পরমাণু চুক্তি ধরে রাখার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত ম্যাক্রোঁনের

709

সিডনি, ২ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : ফরাসি নেতা ইমানুয়েল ম্যাক্রোঁন ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি ধরে রাখার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করে বুধবার বলেছেন, কেউ চান না এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়–ক।
এদিকে তিনি এ চুক্তি যথেষ্ট নয় উল্লেখ করে এটি আরো জোরদার করার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন।
তেহরান ও বিশ্বের ৬ পরাশক্তির মধ্যে ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি থেকে সরে আসার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তি নবায়নের জন্য ওয়াশিংটনের হাতে ১২ মে পর্যন্ত সময় রয়েছে।
অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে এ চুক্তির আওতায় ইরানের পরমাণু কর্মসূচির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
ম্যাক্রোঁন স্বীকার করেন যে, মার্কিন নেতা এ চুক্তির ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন তিনি তা এখন পর্যন্ত জানেন না। এ পরমাণু চুক্তি থেকে বেরিয়ে না আসতে মার্কিন প্রেসিডেন্টকে রাজি করানোর প্রচেষ্টায় গত সপ্তাহে তিনি ওয়াশিংটনে ট্রাম্পের সাথে বৈঠক করেন।
সিডনিতে দু’দিনের সফর চলাকালে ম্যাক্রোঁন বলেন, ‘আমি কিছুই জানি না, মার্কিন প্রেসিডেন্ট ১২ মে কী সিদ্ধান্ত নেবেন।’
এ ব্যাপারে যে সিদ্ধান্তই নেয়া হোক না কেনো, আমরা এ চুক্তির ব্যাপারে আরো বৃহত্তর পরিসরে আলোচনার প্রস্তুতি নেবো। কারণ, আমি মনে করি, ‘এ অঞ্চলে কেউ যুদ্ধ চান না এবং উত্তেজনা ছড়িয়ে পড়ুক এটাও চান না।’
বাসস/এমএজেড/১৫১০/আহা/-জেহক