বাজিস-১০ : জয়পুরহাটে গার্ল ইন স্কাউটিং কার্যক্রম বিষয়ক মতবিনিময়

387

বাজিস-১০
জয়পুরহাট- মতবিনিময়
জয়পুরহাটে গার্ল ইন স্কাউটিং কার্যক্রম বিষয়ক মতবিনিময়
জয়পুরহাট, ৩০ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য জেলায় সহশিক্ষা কার্যক্রমের আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য গার্ল ইন স্কাউট গঠন সম্পর্কিত প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বিভাগীয় কর্মকর্তা, স্কাউটসের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে রোববার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতরের সহযোগিতায় জয়পুরহাট জেলা স্কাউটস এই মতবিনিময় সভার আয়োজন করে।
প্রধান অতিথি হিসাবে মতবিনিময় সভার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী ও জেলা স্কাউটস কমিশনার মো: তোফাজ্জল হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা স্কাউট লিডার ও সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস বগুড়া, জয়পুরহাট , নওগাঁ জোনের সহকারি পরিচালক মো: আব্দুর রশিদ প্রমুখ।
বাসস/সংবাদদাতা/২০৫০/মরপা