বাসস দেশ-২০ : সাংবাদিকদের জন্য আইসিআরসি’র প্রশিক্ষণ

684

বাসস দেশ-২০
আইসিআরসি-সাংবাদিক-প্রশিক্ষণ
সাংবাদিকদের জন্য আইসিআরসি’র প্রশিক্ষণ
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) সদস্যদের জন্য দু’দিনব্যাপী ফার্স্ট এইড (প্রাথমিক চিকিৎসা) প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন সংবাদ মাধ্যমের ৩০ জন বিশ্ববিদ্যালয় রিপোর্টার অংশ নেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এ প্রশিক্ষণে সহায়তা প্রদান করে।
আইসিআরসি’র প্রতিনিধিদলের উপ-প্রধান আবদুল লতিফ এমবাকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
প্রশিক্ষণ সমন্বয়ক তরুণ কান্তি সাহা, রিসোর্স পার্সন মৃনাল কান্তি রায়, আইসিআরসি কমিউনিকেশন অফিসার রায়হান সুলতানা, ডুজা সভাপতি আসিফুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন ও নির্বাহী সদস্য মাহদি আল মুহতাসিম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।
বাসস/এমএমএন/অনু-এইচএন/২০২০/মমআ/-আসচৌ