চট্টগ্রাম বিমানবন্দরে ইউএস বাংলা ফ্লাইটের জরুরি অবতরণ

380

চট্টগ্রাম, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : কক্সবাজার গামী ইউএস বাংলার একটি ফ্লাইট চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিকেলে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে ১৭১ জন যাত্রী ও ক্রু ছিলো।
ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম বলেন, ঢাকা বিমানবন্দর থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ছেড়ে আসা ইউএস বাংলা এয়ালাইন্সের ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে কক্সবাজার বিমানবন্দরে জরুরি অবতরণের সুবিধা না থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তিনি জানান, বিমানে ১১ শিশু, দুই পাইলট, পাঁচজন ক্রু ও ১৫৩ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন। তারা সকলে নিরাপদে রয়েছে।
বিমানবন্দর ম্যানেজার সারোয়ার-ই-জামান বাসস’কে জানান, আজ বিকেল সাড়ে ৪টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই বিমানবন্দর থেকে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল।
তিনি বলেন, ইউএস বাংলার দুর্ঘটনা কবলিত ওই বিমানটি অপসারণে একটি বিশেষ বোয়িং-৭৩৭ ইঞ্জিনিয়ারিং গ্রুপ পৌঁছানোর কথা রয়েছে।