গুজব ও অপরাধ প্রবণ কনটেন্ট দ্রুত প্রত্যাহার করতে ফেসবুকের প্রতি মোস্তাফা জব্বারের আহ্বান

603

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক অস্থিরতা ও বিদ্বেষ ছড়ানোসহ যে কোন অপপ্রচারের বাহক হিসেবে ফেসবুক যাতে ব্যবহৃত হতে না পারে সে ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক-এর দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক পাবলিক পলিসি ডাইরেক্টর আশনি রানার নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি এই সহযোগিতা কামনা করেন।
আজ বিকেলে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী গুজব ও অপরাধ প্রবণ কনটেন্টনগুলো শনাক্ত করে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফেসবুক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সাক্ষাৎকালে তারা ডিজিটাল যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুককে আরও নিরাপদ, বিশ্বস্ত ও জনপ্রিয় করার লক্ষ্যে করণীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।
মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং অতীতের যে কোন সময়ের তুলনায় ফেসবুকের সঙ্গে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে।
ফেসবুক প্রতিনিধিদলের অপর সদস্য হলেন ভারত এবং দক্ষিণ এশিয়ার হেড অব কানেক্টিভিটি শিবনাথ বাকরাল।