বাসস প্রধানমন্ত্রী-৪ : দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন আল্লামা শফী

666

বাসস প্রধানমন্ত্রী-৪
শফী-অভিনন্দন-শেখ হাসিনা
দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন আল্লামা শফী
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ ও এরাবিক) সমমর্যাদা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আল্লামা শফী জাতীয় সংসদের স্পিকার, শিক্ষামন্ত্রী, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্যদেরও অভিনন্দন জানান।
আল্লামা শফী বলেন, কওমি মাদ্রাসার স্বীকৃতির বিষয়টি ছিল দেশের হাজার হাজার কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবি।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই দাবি জানিয়ে আসছিলাম।
তিনি আরো বলেন, জাতীয় সংসদে এই বিল পাস হওয়ার মাধ্যমে তাদের দাবি পূরণ হলো। যা কওমি মাদ্রাসার আগামী প্রজন্মের চলার পথকে আরো সুগম করবে।
বাসস/এমকেডি/জেহক/২১৫০/রশিদ/-কেএমকে