আগামীকাল থেকে শুরু সুপার ফোরের লড়াই

283

দুবাই, ২০ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : এশিয়া কাপের ১৪তম আসরে শেষ চার নিশ্চিত করেছে- ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান। শেষ চারে এই চার দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল খেলবে ফাইনাল। দুবাইয়ে শিরোপা নির্ধারনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
২১ সেপ্টেম্বর সুপার ফোরের দু’টি ম্যাচ রয়েছে। দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। আবু ধাবিতে লড়বে আফগানিস্তান ও পাকিস্তান।
পরের দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর এশিয়া কাপের বিরতি। ২৩ সেপ্টেম্বর আবারো রয়েছে দু’টি ম্যাচ। দুবাইয়ে লড়বে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান। আবু ধাবিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।
২৪ সেপ্টেম্বর এশিয়া কাপে আবারো বিরতি। ২৫ সেপ্টেম্বর একটি ম্যাচ রয়েছে। দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে লড়বে ভারত। পরের দিন, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর আবু ধাবিতে সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

এশিয়া কাপের শেষ চারের সূচি দেখুন :

asiacup fixure