বাসস ক্রীড়া-৫ : বোলারদের প্রশংসায় রোহিত; শুরুর ধাক্কায় হতাশ সরফরাজ

262

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-এশিয়া কাপ
বোলারদের প্রশংসায় রোহিত; শুরুর ধাক্কায় হতাশ সরফরাজ
দুবাই, ২০ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : মর্যাদার লড়াইয়ে চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ করলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে খেলবে ভারত। তবে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের জন্য দলের বোলারদের প্রশংসা করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। অপরদিকে, ম্যাচ হারের জন্য শুরুতে দ্রুত উইকেট হারানোকে দুষলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। ৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে তারা। ফলে শুরুতেই চাপে পড়ে যায় পাকিস্তান। এমনকি পরবর্তীতেও ভারতীয় বোলারদের মোকাবেলা করতে পারেনি পাকিস্তানের কোন ব্যাটসম্যান। ভারতীয় বোলারদের তান্ডবে ৪১ বল বাকী থাকতেই ১৬২ রানে গুটিয়ে পড়ে পাকিস্তান। ১৬৩ রানের টার্গেট ১২৬ বল বাকী রেখে স্পর্শ করে ফেলে ভারত।
দুর্দান্ত জয়ের পর উচ্ছসিত ভারত অধিনায়ক রোহিত দলের বোলারদের প্রশংসা করলেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘শুরুতেই প্রতিপক্ষের পরপর দু’টি উইকেট শিকার করতে পারায় আমরা অনেকখানি এগিয়ে যাই। প্রথম দশ ওভারের মধ্যে বোলাররা দুই উইকেট তুলে নেওয়ায় অনেক সুবিধা পেয়ে যাই আমরা। পরবর্তীতে স্পিনাররা পাকিস্তানের ব্যাটসম্যানদের আটকে রেখেছিল। হংক-এ বিপক্ষে ম্যাচের থেকে এবার অনেক ভাল পারফরম্যান্স করেছে দল। বিশেষভাবে বোলাররা। আমাদের উপর পাকিস্তান চাপ সৃষ্টি করবে এই সুযোগ দেব না ঠিক করেই খেলতে নেমেছিলাম। পরিকল্পনা যা করেছি, তাই হয়েছে।’
ব্যাট হাতে শুরু থেকেই বেশ কোনঠাসা ছিলো পাকিস্তান। যা পরবর্তীতে আর কাটিয়ে উঠতে পারেনি তারা। তাই শুরুতে ২ উইকেট হারানোকে ম্যাচে লড়াই করতে না পারার কারন হিসেবে মনে করেন সরফরাজ। তিনি বলেন, ‘আমরা ভালো শুরু করতে পারেনি। প্রথম পাঁচ ওভারেই দুই উইকেট হারিয়ে ফেলি। তবে পরবর্তীতে ঘুড়ে দাঁড়ানো উচিত ছিলো আমাদের। কিন্তু মিডল-অর্ডারেও দ্রুত উইকেট হারিয়ে ম্যাচের লড়াই থেকে ছিটকে পড়তে হয় আমাদের। আমরা সত্যিই বাজে বল করেছি। প্রতিপক্ষের দুই স্পিনার নিয়ে আমরা অনেক হোমওয়ার্ক করেছি। কিন্তু কেদারকে নিয়ে আমাদের কোন পরিকল্পনা ছিলো না। কেদার মাঝের ওভারগুলোতে আমাদের সর্বনাশ করেছে। যাই হোক, শেষ চারের লড়াইয়ের আগে এমন হার আমাদের ঘুড়ে দাঁড়াতে প্রেরনা যোগাবে।’
বাসস/এএমটি/১০০৫/স্বব