প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের কর্মদক্ষতার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে : নারায়ণ চন্দ্র চন্দ

763

ঝিনাইদহ, ১৫ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের কর্মদক্ষতার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে।
শনিবার দুপুরে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজ অডিটরিয়ামে খুলনা বিভাগীয় ভেটেরিনারী এসোসিয়েশনের সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
নারায়ণ চন্দ্র চন্দ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমুল পর্যায়ের জনপ্রিয় নেতাদেরই আওয়ামী লীগ মনোনয়ন দিবে। মনোনয়নের ক্ষেত্রে নবীন ও প্রবীনদের সমন্বয় করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার গঠন দরকার। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য তিনি আহবান জানান।
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজ অধ্যক্ষ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ সমির চন্দ, প্রাণী সম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক কল্যাণ কুমার ফৌজদার প্রমুখ। পরে ভেটেরিনারি এসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়।