বাসস সংসদ-৯ : ২ লাখ ৩০ হাজার ৬৫৮জন ঋণ খেলাপীর কাছে ১ লাখ ৩১ হাজার ৬৬৬ কোটি ১৬ লাখ টাকা অনাদায়ী রয়েছে : অর্থমন্ত্রী

350

বাসস সংসদ-৯
মুহিত-প্রশ্নোত্তর
২ লাখ ৩০ হাজার ৬৫৮জন ঋণ খেলাপীর কাছে ১ লাখ ৩১ হাজার ৬৬৬ কোটি ১৬ লাখ টাকা অনাদায়ী রয়েছে : অর্থমন্ত্রী
সংসদ ভবন, ১২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সর্বশেষ জুন ২০১৮ পর্যন্ত দেশের ২ লাখ ৩০ হাজার ৬৫৮ জন ঋণ খেলাপীর কাছে ১ লাখ ৩১ হাজার ৬৬৬ কোটি ১৬ লাখ টাকা অনাদায়ী রয়েছে।
আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী মুহিত জানান, দেশের ৮৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ১ লাখ ৩১ হাজার ৬৬৬ কোটি ১৬ লাখ টাকা অনাদায়ী রয়েছে।
সরকারি দলের সদস্য এম আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার খেলাপী ঋণ আদায়সহ পুঁজিবাজারের শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।
বাসস/এমএআর/২০০৫/বেউ/-আসচৌ