বাসস দেশ-৩০ : জাপানে ভূমিকম্পে বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি : দূতাবাস

323

বাসস দেশ-৩০
জাপান-ভূমিকম্প
জাপানে ভূমিকম্পে বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি : দূতাবাস
ঢাকা,৬ সেপ্টেম্বর,২০১৮ (বাসস) : জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডোতে ভূমিকম্পে বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি।
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এ কথা জানিয়েছে। দূতাবাসের বরাত দিয়ে আজ ঢাকায় এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়,জাপানের উত্তরাঞ্চলে হোক্কাইডোতে আজ সকালে ৬ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে। ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সাথে দূতাবাস যোগাযোগ করেছে।
তথ্য বিবরণীতে জানানো হয়, দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।
ইতিমধ্যে দূতাবাসে একটি হেল্পলাইন ( +৮১-৮০-৪০৬৫৬৬০১ অথবা +৮১-৮০-৪৪৫৬১৯৭১) চালু করা হয়েছে। আক্রান্ত এলাকায় বসবাসরত সকল বাংলাদেশিকে যথাযথ সতর্কতা অবলম্বনের জন্য এবং যেকোন তথ্য/সহায়তার জন্য হেল্পলাইনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বাসস/তবি/জেডআরএম/২০১২/এবিএইচ