‘বেস্ট অব থ্রি’ ফাইনাল চান টেন্ডুলকার

212

নয়া দিল্লি, ১৬ জুন, ২০২১ (বাসস) : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ‘বেস্ট অব থ্রি’ ফাইনাল চান ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। আগামী ১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এক ম্যাচের এই ফাইনালে নির্ধারিত হবে, কার ভাগ্যে উঠবে শিরোপা। তবে বিশ্ব ক্রিকেটের অনেক সাবেক খেলোয়াড়ই চান, টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচের ফাইনাল। তিন ম্যাচের ফাইনাল চান টেন্ডুলকারও। ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার এমন কথা বলেন।
টেন্ডুলকার বলেন, ‘ফাইনালে যে দু’টো দল উঠেছে, তারা কিন্তু আড়াই বছর ধরে বিভিন্ন সিরিজ খেলে ফাইনালের মঞ্চে এসেছে। সব সিরিজে কমপক্ষে দুই টেস্টের সিরিজ ছিলো। তিন, চার বা পাঁচ টেস্টের সিরিজও খেলা হয়েছে। হঠাৎ ফাইনালে এসে দেখা যাচ্ছে, মাত্র একটা টেস্ট। আমার মত হচ্ছে, এ ব্যাপারে ধারাবাহিকতা আনা দরকার। ‘বেস্ট অব থ্রি’ ফাইনাল করার কথা ভাবা উচিত। যদি প্রথম দু’টো টেস্টেই চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে যায়, তা হলে তৃতীয় ম্যাচের দরকার পড়ছে না। আর যদি ঠাসা ক্রীড়া সূচির মধ্যে সময় বের করা কঠিন হয়, তা হলে আইসিসির উচিত নিয়মটা পাল্টানো। সে ক্ষেত্রে প্রত্যেক সিরিজে একটিই টেস্টের ফলাফলকে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় রাখা হোক। আইসিসি আগের থেকে জানিয়ে দিক, কোন টেস্ট ম্যাচটা টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে ধরা হচ্ছে। ধরা যাক, চারটি টেস্টের সিরিজ হচ্ছে। আইসিসি বলে দিল, চতুর্থ টেস্টটা চ্যাম্পিয়নশিপ পয়েন্টের জন্য ধরা হবে। বাকিটা এমনি দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে গণ্য হোক। যেমন, আমরা অস্ট্রেলিয়ায় চারটি টেস্ট খেলেছি। পরবর্তীতে দেশের মাটিতে আবার চার টেস্টের সিরিজ খেললাম। কিন্তু ফাইনালে গিয়ে মাত্র একটা টেস্ট। এটা নিয়ে সত্যিই ভাবা দরকার।’
নিয়মনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র বা টাই হলে, যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইসিসি। আইসিসির সাথে একমত হতে পারছেন না টেন্ডুলকার। তার মতে, ফাইনালে ফলাফল দরকার। এজন্য ‘টাইমলেস টেস্ট’-এর পক্ষে টেন্ডুলকার।
তিনি বলেন, ‘যুগ্মবিজয়ী ব্যাপারটা কেমন যেন লাগছে। আশা করবোা, সাউদাম্পটনে এমন একটা বাইশ গজ দেওয়া হবে যেখানে ফলাফল হবে। যাতে যুগ্মবিজয়ী ব্যাপারটা এড়িয়ে একটি দলকে বিজয়ী দেখা যায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন বিজয়ীই হওয়া উচিত। আমার মতে, যদি পাঁচ দিনে টেস্ট শেষ না হয়, তা হলে চালিয়ে যাওয়া। এত দিন ধরে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রক্রিয়া চলার পরে ফাইনাল হচ্ছে। ফলাফল না হওয়া পর্যন্ত আগের দিনের মতো ‘টাইমলেস টেস্ট’ করাই যায়। পিচ যদি ফলাফল দেওয়ার মতো হয়, পাঁচ দিনে শেষ হয়ে যেতেই পারে। তা হলে তো বিজয়ী পাওয়া গেল। তা না হলে একটা-দু’টো দিন বেশি খেলা চললো। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরে এক দল চ্যাম্পিয়ন, অন্য দল রানার্স থাকা উচিত। এটি দেখতে ও শুনতেও শোভনীয় হবে।’