চুয়াডাঙ্গার দামুড়হুদায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

202

চুয়াডাঙ্গা, ১৬ জুন, ২০২১ (বাসস) : জেলার দামুড়হুদায় কঠোর লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। আজ বুধবার সকাল থেকেই পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অধিকাংশ সড়কেই বাঁশ বেধে বেরিকেড দেয়া হয়। করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে জারী করা হয়েছে ৬ নির্দেশনা। আগামী ১৪ দিন পর্যন্ত সর্বাত্মক লকডাউন বাস্তায়নে জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিধি নিষেধ মেনে চলতে বলা হয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে গত সোমবার বিকেলে জরুরী সভা অনুষ্ঠিত। সভায় করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে গঠিত চুয়াডাঙ্গা জেলা কমিটির সিদ্ধান্তের আলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শর্তসাপেক্ষে দামুড়হুদা উপজেলায় ১৪ দিনের লকডাউন ঘোষণা করেন করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। লকডাউন বাস্তবায়নে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক তৎপর হয়ে উঠেছে। সেই সাথে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধি ও সেচ্ছাসেবক দল। ভিভিন্ন স্থানে চালানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সকল প্রবেশ পথে কাঠের গুড়ি ফেলে বা বাশ বেধে বেরিকেড দেওয়া হয়েছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।