নীলফামারীতে শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ

481

নীলফামারী, ১৫ জুন ২০২১ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ৭২৯ শিক্ষার্থীর মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় শিক্ষার্থীদের এসব গ্রন্থ প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী কমকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. রাশেবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির জেলা শাখার সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইএসডিও’র জানো (জয়েন্ট একশন ফর নিউট্রেশন আউটকাম) প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক দুলাল চন্দ্র বর্মন জানান,এ প্রকল্পের অধীনে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৮১টি বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পুষ্টিসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী ৭২৯ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ প্রদান করা হয়েছে।