বাসস দেশ-২৬ : বাপেক্সকে অধিকতর শক্তিশালী ও সক্ষম করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ

349

বাসস দেশ-২৬
কমিটি-বিদ্যুৎ
বাপেক্সকে অধিকতর শক্তিশালী ও সক্ষম করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ
ঢাকা, ৩০ আগস্ট ২০১৮ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় গ্যাস অনুসন্ধান ও কূপ খননে বাপেক্সকে অধিকতর শক্তিশালী ও সক্ষম করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়। কমিটির সদস্য হুইপ মো. আতিউর রহমান আতিক, মোঃ শিবলী সাদিক এবং নাসিমা ফেরদৌসী সভায় অংশগ্রহণ করেন।
কমিটি এলএনজি আমদানির পরিমাণ ও শিল্পখাতে যৌক্তিক মূল্য নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করে।
এ ছাড়া সভায় জানানো হয়, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর স্টক ইর্য়াডে কয়লার মজুদে গড়মিল বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/২০১০/-এবিএইচ