জসিম উদ্দিন এফবিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব নেবেন আগামীকাল

292

ঢাকা, ১৮ মে, ২০২১ (বাসস) : বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন আগামীকাল সংগঠনের দায়িত্ব নেবেন। তার নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২১-২৩ দ্বিবার্ষিক মেয়াদে দায়িত্ব পালন করবে।
এর আগে গত ১২ মে এফবিসিসিআই নির্বাচন বোর্ড সংগঠনটির সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভপতি ও পরিচালক পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হন সংগঠনটির সাবেক প্রথম সহসভাপতি ও প্লাস্টিক শিল্পখাতের শীর্ষ প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্টিজের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তিনি মাত্র ১৮ বছর বয়সে ব্যবসায় হাতেখড়ি নিয়ে খ্যাতনামা শিল্পদ্যোক্তায় পরিণত হয়েছেন। ৫৬ বছর বয়সী এই শীর্ষ ব্যবসায়ী নেতা বেঙ্গল কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড ও দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান।
এফবিসিসিআই পরিচালনা পর্ষদ ২০২১-২৩ মেয়াদে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এছাড়াও সংগঠনটির এসোসিয়েশন এবং চেম্বার গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জন সহসভাপতি নির্বাচিত হন।